স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে অ.শান্তি! কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও TMCP-র

0
3

উপাচার্যকে (Vice Chancellor) স্মারকলিপি (Deputation) জমা দিতে গেলে বিপত্তি। যার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্যকে ঘেরাও করল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি জমা দিতে যায় দিতে যান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা ৷ এরপর আচমকাই দলীয় পতাকা বাইরে রেখে আসার কথা উপাচার্য জানান বলে অভিযোগ তোলেন পড়ুয়ারা। তারপরই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে উপাচার্যকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানিয়েছেন, এদিন উপাচার্যের ঘরে গেলে উনি আমাদের পতাকা নামিয়ে দিতে বলেন। যে স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম, তা দুমড়ে মুচড়ে দেন। এরপর আমরা পাল্টা উপাচার্যের হাত থেকে স্মারকলিপি নিয়ে মোড়া অংশটা খুলি দিই। পতাকা নিয়ে স্লোগান দিই কারণ আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি। এটা আমাদের গর্ব। উনি কি বললেন তাতে তৃণমূল ছাত্র পরিষদের কিছু যায় আসে না।

তবে এদিনের গণ্ডগোলের জেরে বেশ কিছুক্ষণ তাঁরা উপাচার্যকে ঘেরাও করে রাখেন। বেশ কিছু সময় পর সেই ঘেরাও তুলে নেওয়া হয়।