বলিউডের সঙ্গে রাজনীতির গাঁটছড়া বাঁধতে চলেছে চলতি মাসের শেষ সপ্তাহে। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chaddha)। বাগদান আগেই হয়েছে, এবার সাত পাকে ঘোরার পালা। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল যুগলের বিয়ের কার্ড। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে সেপ্টেম্বর মাসেরই ২৩ ও ২৪ তারিখে বসবে বিবাহ বাসর।
হাইপ্রোফাইল বিয়েতে ২০০-র বেশী অতিথির কাছে আমন্ত্রণ পত্র যাচ্ছে। বিয়ের কার্ডে লেখা হয়েছে, আগামী ৩০সেপ্টেম্বর চণ্ডীগড়ের তাজে অনুষ্ঠিত হতে চলেছে রাঘব ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই রাজস্থানের প্যালেসে তোড়জোড় শুরু হয়ে গেছে। এই বিয়েতে রাজনৈতিক ও রুপোলি পর্দার বেশ কিছু বড় সেলিব্রেটিরা হাজির হবেন। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে এই বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, হলদি, মেহেন্দি, সঙ্গীতের মতো সমস্ত নিয়ম মেনেই হবে এই বিয়ে। বিদেশ থেকে প্রিয়াঙ্কা আসবেন বলে জানা যাচ্ছে। তাঁর মতোই রাজস্থানে বিয়ের আসর বসছেন পরিণীতি।