অনুমোদন না থাকার অভি.যোগে সেন্ট অগাস্টিন স্কুলে অভিভাবকদের বিক্ষো.ভ

0
1

বৃহস্পতিবারের সকালে অভিভাবকদের বিক্ষোভে সরগরম রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুল (St Augustine’s  School)। অনুমোদন না থাকা সত্ত্বেও কী করে স্কুল পড়ুয়াদের ভর্তি করাচ্ছে বা পরীক্ষার ব্যবস্থা করছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police Station) ঘটনাস্থলে পৌঁছলে স্কুলেই অভিভাবকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। যদিও স্কুল কর্তৃপক্ষের (School Authority) তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুলে এর আগেও অব্যবস্থার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা বলছেন আইসিএসসি (ICSC) এবং আইএসসি অনুমোদন রয়েছে বলে প্রচার করা হলেও পরীক্ষার সময় পড়ুয়াদের অন্য স্কুলে পাঠানো হয়। এর আগেও উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও মর্নিং এবং ডে সেকশনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা তখন প্রিন্সিপালকে চিঠিও দেন বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরেও কোন পদক্ষেপ করা হয়নি। এর পাশাপাশি স্কুলের নজরদারি থেকে শুরু করে মাত্রাতিরিক্ত খরচ নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাঁরা স্পষ্ট জানাচ্ছেন স্কুলের অনুমোদন না থাকার কারণে পরের বছরে যারা ICSC বা ISC দেবেন সেইসব পড়ুয়ারা সমস্যায় পড়তে চলেছেন। কারণ অন্য স্কুলের সঙ্গে যদি চুক্তিবদ্ধ না হওয়া যায় তাহলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।