দেশের নাম বদলে কেন্দ্রের খরচ ১৪ হাজার কোটি, অনুমান অর্থনীতিবিদদের

0
1

দেশের নাম ‘ইন্ডিয়া'(India) বদলে রাখা হতে পারে শুধুই ‘ভারত'(Bharat)। দেশব্যাপি এই জল্পনা বর্তমানে তুঙ্গে উঠেছে। তবে নাম বদলালেই তো আর হল না, এর পিছনে খরচের ধাক্কাও কম নয়। এই অবস্থার মাঝেই এবার উঠে এল এক গুরুত্বপূর্ণ তথ্য। দেশের নাম বদলালে কেন্দ্রের(Central) কোষাগার থেকে কত খরচ হতে পারে তার একটা আভাস দিলেন অর্থনীতিবিদরা(Economy)। বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়া শুধুই ভারত হলে কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হতে পারে অন্তত ১৪ হাজার কোটি টাকা।

দেশের নাম বদল নিয়ে চর্চা শুরু হতেই একটি হিসেব প্রকাশ্যে এনেছেন ভ্লগার ড্যারেন অলিভিয়ের। ২০১৮ সালে ঔপনিবেশিকতা থেকে বেরনোর জন্য আফ্রিকান রাষ্ট্র সোয়াজিল্যান্ড নিজেদের নাম পালটে রাখে এসয়াতিনি। এই নাম বদলের সময়ে যে মডেল অনুযায়ী কাজ করেছিলেন তিনি, সেই অনুযায়ীই ভারতের নামবদলের খরচের হিসাব দিয়েছেন অলিভিয়ের। তাঁর তত্ত্ব অনুযায়ী, একটি ব্র্যান্ডের গড় মার্কেটিং তার লভ্যাংশের ৬ শতাংশ। এহেন পরিস্থিতিতে সেই ব্র্যান্ড যদি নতুন করে নিজের পরিচয় গড়ে তুলতে চায়, তাহলে এই খরচের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ১০ শতাংশ। এই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসের শেষে ইন্ডিয়ার লাভের পরিমাণ ছিল ২৩.৮৪ লক্ষ কোটি। তাই এহেন পরিস্থিতিতে যদি দেশের নাম বদল করা হয় তাহলে দেশের মার্কেটিং খরচ হবে ১৪ হাজার ৩৪ কোটি টাকা। অর্থাৎ নাম বদলটাই বিষয় নয়, এর পিছনে খরচের ধাক্কাটাও ব্যাপক। কারণ আন্তর্জাতিক মহলে ভারতের পরিবর্তে দেশের নাম ইন্ডিয়া হিসেবেই বেশি পরিচিত।

প্রসঙ্গত, জি২০ শীর্ষবৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র মঙ্গলবার প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে সেই পত্রে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এরপরই এ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলেও জল্পনা দানা বেঁধেছে। যদিও সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।