মন্ত্রী-বিধায়কদের ৪০হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা, নিজের বেতন বাড়ালেন না মুখ্যমন্ত্রী

0
3

একলপ্তে বিধায়ক, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন ৪০হাজার টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assambly) এই ঘোষণা করেন তিনি। বিধায়করা এতদিন ১০হাজার টাকা বেতন (Salary) পেতেন। এবার থেকে ৪০হাজার টাকা বেড়ে তাদের মাসিক বেতন হল ৫০হাজার টাকা। মুখ্যমন্ত্রী জানান, “দেশের মধ্যে আমাদের রাজ্যের বিধায়কদের বেতন সবচেয়ে কম। সেই কারণে সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।” তবে, একইসঙ্গে নিজের বেতন বৃদ্ধি করবেন না জানান মমতা।

বিধায়কদের বেতন (Salary) মাসে ১০ হাজার থেকে বেড়ে হল ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। এছাড়া পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা এবার থেকে মাসে বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।

আরও পড়ুন:২০ জুন রাজ্য প্রতিষ্ঠা হয়নি, ১ বৈশাখই ‘পশ্চিমবঙ্গ দিবস’: বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের বেতন কাঠামো অনুযায়ী,

  • ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সবমিলিয়ে বাংলার বিধায়করা এত দিন মোট ৮১ হাজার টাকা পেতেন। এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা।
  • রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এত দিন ভাতা ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন।
  • এ বার থেকে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।

তবে, নিজের বেতন বৃদ্ধি করবেন না বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মহানুভবতাকে সম্মান করেই, খাতায়-কলমে তাঁর বেতন বৃদ্ধির বিষয়ে যেন অনুমতি দেন তিনি। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘প্রাক্তন সাংসদ হিসেবে আমি পেনশন বাবদ এক লক্ষ টাকা পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।’’