মহাকাশে সেলফি তুলল আদিত্য এল ১!

0
2

সূর্য মিশনে নয়া কাণ্ড ঘটাল আদিত্য এল ১ (Aditya L1)। এবার সেলফি তুলে চমকে দিল সে। সেপ্টেম্বরের ২ তারিখে সূর্যের দেশে পাড়ি দেয় ইসরোর (ISRO)এই মহাকাশ যান। এটাই ভারতের প্রথম সৌর মিশন (Solar Mission)। আর যাত্রা শুরুর দুদিনের মাথায় এই সৌরযানের ক্যামেরায় পৃথিবী ও চাঁদের সেলফি ধরা পড়ল। সূর্যের ল্যাগ্রেঞ্জ এল-১ পয়েন্টের উদ্দেশে এগিয়ে যেতে যেতেই এই ছবি তোলার কাজ সেরে ফেলল সে। ইসরো বৃহস্পতিবার আদিত্য-এল-১ সৌর মিশন মহাকাশযানের ক্যামেরায় তোলা পৃথিবী এবং চাঁদের নিজস্বীর ছবি প্রকাশ করেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আদিত্য এল-১ অভিযান: প্রত্যক্ষদর্শী! আদিত্য এল-১রওনা দিয়েছে। পথে সেলফি তুলল, ছবি তুলল পৃথিবী এবং চাঁদেরও।’

চাঁদের বুকে সফল অভিযানের পর থেকে ইসরোর সাফল্য নিয়ে আশাবাদী দেশের মানুষ। মাস চারেক পর নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে এই যান। যে ছবি ভাইরাল হয়েছে তাতে সৌরযান আদিত্য-এর ভিইএলসি এবং সুইট দৃশ্যমান। ইসরোর বিজ্ঞানীরা বলছেন আদিত্য এল-১ হল প্রথম মহাকাশ-ভিত্তিক মিশন যা সূর্যের উপর গবেষণা করবে। পাশাপাশি VELC বিশ্লেষণের জন্য গ্রাউন্ড স্টেশনে প্রতিদিন ১৪৪০টি ছবি পাঠাবে।