কল্যাণীতে রেললাইনের ধারে নিখোঁজ পুলিশকর্মীর দেহ উদ্ধার! তদন্তে পুলিশ

0
1

রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মেলেনি। রাতে কল্যাণীতে রেললাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় নিখোঁজ পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশকর্মীর এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা? ওই পুলিশকর্মীর রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ‘চুমু-কাণ্ডে’র ঘটনায় বিপাকে রুবিয়ালেস,মামলা করলেন বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো

জানা গেছে, ওই পুলিশ কর্মীর নাম ইসরাফিল সাহাজি। ওই পুলিশ কর্মীর বাড়ি নদিয়ারই মদনপুর জঙ্গলের গ্রামে। তিনি ব্যারাকপুরে সেকেন্ড ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। কল্যাণীর হাউসিং পুলিশ কোয়ার্টারে সস্ত্রীক থাকতেন ওই পুলিশকর্মী। তাঁর মৃত্যুর খবর আসতেই পরিবারে শোকের ছায়া নামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ মিলছিল না।এরপর রাতে রেললাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ।
ইসরাফিল সাহাজি আত্মহত্যা করেছেন, মানতে নারাজ তাঁর পরিবারের লোকজন। এরপর থেকেই পুলিশকর্মীর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে এলাকায়। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।