নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি হলেও গরমের দাপট সেভাবে কমেনি। বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থেকলেও বৃষ্টি নেই বললেই চলে।উলটে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ‘অস্বস্তিজনক’ গরমে নাজেহাল সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস, আজ সেভাবে বৃষ্টি না হলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুনঃচন্দননগরে ডে*ঙ্গি আক্রান্ত যুবকের মৃ*ত্যু
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্রভাবে উপকূল এবং ওড়িশা লাগোয়া জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমবে।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে মিষ্টির পরিমাণ অন্যান্য জেলাগুলি তুলে নেয় একটু বেশি থাকবে। তারপর থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। মৌসুমী অক্ষরেখা বর্তমান অবস্থান থেকে উপরের দিকে না ওঠা পর্যন্ত উত্তরই জেলাগুলিতে স্বাভাবিক কিংবা তার থেকে কমই থাকবে বৃষ্টির পরিমাণ।