ভাঙড়ের ভোজেরহাটে বাস দুর্ঘ*টনা, আহ*ত ২২

0
3

বুধের দুপুরে বাসন্তী হাইওয়ের কাছে বড় দুর্ঘটনা (Accident Near Basanti Highway)। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। কলকাতা থেকে বাসন্তী যাওয়ার পথে ভাঙড়ের ভোজেরহাটের কাছে বি গার্ডেন ধামাখালি রুটের বাসের সামনে ফুড ডেলিভারি বয়ের গাড়ি চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে সোজা গাছে ধাক্কা মারে বাস। জানা যাচ্ছে চাকার নীচে ঢুকে যায় ডেলিভারি বয়ের বাইক। আহত ২২ জন বাসযাত্রী। তাঁদের প্রাথমিকভাবে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে বেশ কিছুজনকে চিত্তরঞ্জন হাসপাতালে (Chittaranjan Hospital) স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক ভাবে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে।