বগুলা হাসপাতালের নাম বদলে বিক্ষোভ! যাদবপুরের হস্টেলের নামকরণ মৃত ছাত্রের নামে করার প্রস্তাব

0
1

যাদবপুরের প্রথমবর্ষের ছাত্রের (Student) রহস্যমৃত্যুতে উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পাল্টানো হয়েছে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম। কিন্তু এর বিরোধিতায় সরব স্থানীয়রা। ছাত্রের নাম লেখা সাইনবোর্ডে নাম ঢেকে দেন তাঁরা। তাঁদের মতে, ঐতিহ্যকে কোনওমতেই বদলানো যাবে না।

যাদবপুরের মৃত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে সোমবার নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেখানেই তিনি ওই পড়ুয়ার নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম বদলানোর নির্দেশ দেন। ওই ছাত্রের মূর্তিও বসানো হবে বলে সিদ্ধান্ত হয়। সেই মতো নাম বদলের প্রস্তুতি শুরু হয়।

আরও পড়ুন:বাড়ি থেকে ১১৮ কিলোমিটার দূরে কলকাতার কলেজ পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা

বুধবার, এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হাসপাতাল চত্বরে। কিন্তু তার আগেই স্থানীয়রা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বগুলা হাসপাতালের নাম পরিবর্তন করা যাবে না। ছাত্রমৃত্যুর সঙ্গে হাসপাতালের নামবদলের কী সম্পর্ক? প্রশ্ন তোলেন তাঁরা। পাল্টা বিক্ষোভকারীদের দাবি, হাসপাতাল নয়, যাদবপুরের হস্টেলের নাম ছাত্রের (Student) নামে হোক। পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।