ইন্ডিয়া(India) নাম মুছে দেশের নাম হতে পারে শুধুই ভারত(Bharat)। G20 বৈঠকের আগে রাষ্ট্রপতির(President) আমন্ত্রণ পত্র উস্কে দিয়েছে এই জল্পনা। জানা যাচ্ছে, সংসদের বিশেষ অধিবেশনে(Parliament Spacial Session) পেশ হতে পারে এই প্রস্তাব। এরইমাঝে জানা যাচ্ছে, ভারত যদি ইন্ডিয়া নাম ছেড়ে দেয় সেক্ষেত্রে এই নামকে আঁকড়ে ধরতে পারে পাকিস্তান। ‘ইন্ডিয়া’ নামের দাবি অবশ্য এর আগেই পেশ করা হয়েছে পাকিস্তানের(Pakistan) তরফে। এবার ভারত ‘ইন্ডিয়া’ নাম সংবিধান থেকে সরিয়ে দিলে পাকিস্তান মুখিয়ে দয়েছে নিজেদের দেশের নাম ‘নিউ ইন্ডিয়া’ করার জন্য।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার ‘ইন্ডিয়া’ নাম বাতিল করলে পাকিস্তান নিজেদের দেশের নাম বদলে ‘ইন্ডিয়া’ নামের দাবি জানাতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তানের তরফে দাবি জানানো হচ্ছে ‘ইন্ডিয়া’ সিন্ধু অঞ্চলকে(Indus Region) বোঝায়। যার বেশিরভাগটাই বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত। ফলে এই নাম তাদের দেশের নাম হওয়া উচিৎ। যার ফলেই পাকিস্তানের নজর এখন ভারতে চলতে থাকা নাম বদলের চর্চার দিকে।
উল্লেখ্য, দেশের নাম বদল নিয়ে এই জল্পনার সূত্রপাত রাষ্ট্রপতির এক চিঠিকে কেন্দ্র করে। আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরেই তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরে। কারণ, দেশের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে চিরাচরিত ভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ কথাটি। যাকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। এদিকে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদের উভয়কক্ষে। মনে করা হচ্ছে এই বিশেষ অধিবেশনেই পেশ হতে পারে দেশের নাম থেকে ‘INDIA’ মুছে ফেলার প্রস্তাব। তবে মোদি সরকারের এমন পদক্ষেপে যারপরনাই ক্ষুব্ধ বিরোধী শিবির। বিরোধীদের কটাক্ষ, ‘INDIA’ জোটের আতঙ্কেই দেশের নাম মুছে ফেলতে উদ্যোগী হয়েছে মোদি সরকার।