সহকর্মীর সঙ্গে ব.চসা! ভিনরাজ্যে কাজে গিয়ে ফের ম.র্মান্তিক পরিণতি বাংলার শ্রমিকের   

0
1

ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাংলার শ্রমিকের (Bengal Migrant Worker)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সহকর্মীর হাতে খুন হতে হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ওই শ্রমিককে। পরিবার সূত্রে খবর, পেটের দায়ে হায়দরাবাদে (Hyderabad) রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার গাজিনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের ফুলনদর গ্রামের বাসিন্দা দীপক সর্দার। আর কাজে গিয়ে বাড়ির ছেলের এমন পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের কোনও সদস্যই। এদিকে ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এলাকায় নেমেছে শোকের ছায়া।

 

পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে হায়দরাবাদে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন দীপক। এলাকারই আরও এক ব্যক্তি ভাগ্য সর্দারও গিয়েছেন তাঁর সঙ্গে। একই জায়গায় কাজ করতেন তাঁরা। কাজ চলাকালীন সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয় তাঁদের মধ্যে। অভিযোগ, সেই সময়ই নাকি রড দিয়ে দীপকের মাথায় জোরে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

দুর্ঘটনার কথা জানাজানি হতেই দীপক সর্দারের দেহ নিয়ে হায়দরাবাদের একটি থানার দ্বারস্থ হন মৃতের ভাই ও পরিবারের সদস্যরা। এরপরই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ভাগ্য সরকারকে গ্রেফতার করে। এদিকে বুধবার সকালেই মৃতদেহ সামশেরগঞ্জের ফুলন্দর গ্রামে নিয়ে আসা হয়। তারপরই দাহ করা হয় দীপক সর্দারের মৃতদেহ।