শ্রীলঙ্কার মাটিতে ভারত পাকিস্তান (India v/s Pakistan)ক্রিকেট যুদ্ধ আদৌ হবে কি? এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে সুপার ফোর পর্ব। বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ (Bangladesh v/s Pakistan) শুরু হয়েছে। তবে সামনের বড় আকর্ষণ ভারত বনাম পাকিস্তানের মহাযুদ্ধ। আগামী ১০ সেপ্টেম্বর রবিবার মুখোমুখি লড়াই হবে বলেই আশায় বুক বাঁধছেন ফ্যানেরা। এশিয়া কাপের (Asia Cup)গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। যদিও অনেকেই মনে করছেন সেই ম্যাচে ভারতের ভাগ্য সহায় হয়েছে। তবে রবিবার হাড্ডাহাড্ডি লড়াই নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ সেই বৃষ্টি। রবিবার সারা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোতে। প্রায় ৯০ শতাংশ বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। সেক্ষেত্রে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। যদি এমনটা হয় তাহলে ম্যাচে বল গড়াবে না।
এমনিতেই এই সময় কলম্বোতে বৃষ্টি হয়, আর সেই কারণে সুপার ফোরের ম্যাচগুলি কলম্বো থেকে সরতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। হামবানটোটায় খেলা হওয়ার কথাও উঠেছিল । কিন্তু শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানায় কলম্বোতেই সুপার ফোরের চারটি খেলা হবে। এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। পাক পেসারদের দাপটে ভেঙে পড়ে দলের টপ অর্ডার। ৪৮.১ ওভারে ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। এরপরই বৃষ্টি। এবারও সেই আশঙ্কাই বাড়ছে।