দিনেদুপুরে শু*টআউট বাঁকুড়ায়!

0
13

মঙ্গলের সকালে শু*টআউট বাঁকুড়ায়। কেশিয়াকোলের (Kesiakol) ঘটনায় রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে বাঁকুড়া আদালতে মামলা সংক্রান্ত কারণে পূর্ব বর্ধমান থেকে কয়েকজন গাড়িতে করে এসেছিলেন। এরপর আদালত থেকে ফেরার পথেই আচমকা দু’জন বাইক আরোহী তাঁদের দিকে গুলি করতে শুরু করে। বেশ কয়েকজন আহত হন। গুলি করতে করতেই বাইক আরোহীরা চম্পট দেয় বলে জানা যাচ্ছে। আহতদের বাঁকুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। কেন এই হামলা সেটা আপাতত স্পষ্ট নয়।