যোগী রাজ্যে ধ*র্ষক পুলিশ, তরুণীকে তিনদিন ধরে গণধ*র্ষণ!

0
2

কথায় কথায় ‘বেটি বাঁচাও’-এর বুলি ফোটে যাঁদের মুখে এবার সেই রাজ্যে রক্ষকই ভক্ষক। থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতেই নির্যাতনের শিকার হতে হল তরুণীকে। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে এক এসআই (ASI)এবং তাঁর সঙ্গীদের হাতে গণধর্ষণের শিকার হলেন পলবলের (Palbal)বাসিন্দা। মারাত্মক এই ঘটনা দেড় মাস আগে ঘটলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর তাতেই শিউরে উঠেছেন সকলে। এই হল বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তার হাল।

নির্যাতিতার অভিযোগ গত ২৭ জুলাই তিনি থানায় অভিযোগ করতে গেছিলেন। তখন সেখানে ছিলেন এসআই শিবচরণ (ASI Shivcharan)। তিনি অভিযোগ তো নেননি বরং উল্টে ওই তরুণীকে থানার কাছের এক ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এমনকী ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়। এর পর পলবলের বাসিন্দা শান্তি নামের এক মহিলার বাড়িতে নির্যাতিতাকে তিন দিন আটকে রাখা হয়। বিক্রি করে দেওয়া বীজেন্দ্র নামের এক ব্যক্তিকে। তিনি ASI-এর উপস্থিতিতেই ধর্ষণ করেন বলে অভিযোগ। কোনওভাবে এক অভিযুক্তের ফোন ব্যবহার করে পুলিশে খবর দিতে সক্ষম হন তরুণী। রবিবার হাসানপুরে এসআই শিবচরণ-সহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ (Haryana police)।