পোষা কুকুর দিয়ে হনুমান শিকা.র! পিকনিকের তোড়জোড়, ধৃত ৩

0
3

অদ্ভূত কায়দায় শিকার। আর সেই মাংস কটে পিকনিক (Picnic)। বন দফতরের জালে ৩। পুরুলিয়ার বলরামপুর রেঞ্জের বেড়শা গ্রামের শিকারি পাড়ায় পোষা কুকুর (Dog) দিয়ে হনুমান (Monkey) শিকার। মাংস কেটে পিকনিকের তোড়জোড় চলছিল। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন: মণিপুরের ‘মানবাধিকার’ প্রসঙ্গে মোদি সরকারকে তোপ রাষ্ট্রসংঘের, পাল্টা দিল্লি

সূত্রের খবর,  অযোধ্যা পাহাড়ে পিকনিক (Picnic) করতে গিয়েছিলেন একদল যুবক। অভিযোগ, প্রথমে তাঁরা পোষা কুকুর দিয়ে ঘিরে ধরে জঙ্গলের একটি হনুমানকে পিটিয়ে খুন করেন । তারপর সেটির মাংস টুকরো করে কেটে চলছিল রান্নার তোড়জোড়। সেই খবর কানে গিয়ে পৌঁছায় বনদফতরের আধিকারিকদের। সঙ্গে সঙ্গে পুরুলিয়া ডিভিশনের এডিএফও সায়নী নন্দীর নেতৃত্বে বনকর্মীদের একটি দল হানা দেয় ঘটনাস্থলে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে শুকদেব, গোপাল ও লক্ষ্মণের নামে। তাঁদের মধ্যে গোপাল এবং শুকদেবের বাড়ি শিকারি পাড়ায় এবং লক্ষ্মণের বাড়ি বাঘমুণ্ডি থানার বাড়েরিয়া গ্রামে। ৫ কেজি মাংস বাজেয়াপ্ত করা হয়েছে।