আদালতে ফের ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) কলকাতাতেই (Kolkata) জিজ্ঞাসাবাদ করতে হবে। মঙ্গলবার, জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। শুধু তাই নয়, তলবের ২৪ ঘণ্টা আগে তাঁকে জানাতে হবে। ইডি দফতরে চিকিৎসককে সঙ্গে নিয়ে যেতে পারবেন মলয়।
কয়লা পাচার মামলায় মলয় ঘটককে (Malay Ghatak) একাধিকবার দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কয়েকবার হাজিরাও দেন তিনি। কিন্তু ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারেনি কয়েকবার। ইডির দায়ের করা মামলা তথা ইসিআইআর বাতিলের দাবিতে দিল্লি হাই কোর্ট দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী। সেই আর্জির প্রেক্ষিতে আদালত জানায়, ইসিআইআর খারিজ সম্ভব নয়। তবে, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে মলয়কে।
আরও পড়ুন: সনাতন ধর্মের অপমান: স্ট্যালিনপুত্রের শি.রচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তের
এর আগে একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল দিল্লি হাই কোর্ট। সেই রায়কে সামনে রেখেই আদালতে সওয়াল করেন মলয় ঘটকের আইনজীবী। বিচারপতি জানান, বিশেষ পরিস্থিতিতে অভিষেক ও রুজিরাকে অনুমতি দেওয়া হয়। এবার রাজ্যএর আইনমন্ত্রী ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হল। এছাড়াও কয়েকদিন আগেই বিধানসভায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন মলয় ঘটক। বুকে ব্যথার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই কারণেই চিকিৎসককে সঙ্গে থাকার অনুমতি দিয়েছে আদালত। রাজ্যের মামলার তদন্তে বারবার দিল্লি তলব করা নিয়ে সরব হয়েছেন অনেকেই। আদালতে এ বিষয়ে ধাক্কা খেয়েও ইডি-র প্রচেষ্টা জারি।