সন্ধ্যায় পার্কে হাঁটতে বেরিয়েছিলেন। পৌনে ন’টা নাগাদ বাড়ি ফেরার জন্য অটোতে উঠতেই বিবস্ত্র করে গণধর্ষণের শিকার হলেন মহিলা। রবিবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে গ্রেফতার করেছে ফরিদাবাদ থানার পুলিশ। যদিও পলাতক আরও এক অভিযুক্ত।
আরও পড়ুনঃ নেপালের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেলেও দলের খেলায় খুলি নন রোহিত
পুলিশ সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ১২-এর টাউন পার্কে হাঁটতে এসেছিলেন এক মহিলা। রাত পৌনে ন’টা নাগাদ তিনি বাড়ি ফেরার জন্য একটি অটোয় ওঠেন।নির্যাতিতা জানান, প্রথমে অটোয় তখন তিনি একাই ছিলেন। কিছুদূর অটো এগোতেই তাতে এসে ওঠেন আরও দুই ব্যক্তি।এরপর ১০০ মিটার অটো এগিয়ে যেতেই অন্য রাস্তা ধরেন অটোচালক। তার পর একটি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে মহিলাকে তিন জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। মহিলার অভিযোগ, তিনি কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন। তার পর এক ব্যক্তির কাছ থেকে ফোন চেয়ে বাড়িতে জানান। তাঁকে দ্রুত নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়। দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিষ্ণু এবং সরোজ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এখনও অধরা তৃতীয় অভিযুক্ত। ফরিদাবাদ পুলিশের মুখপাত্র সুবে সিংহ বলেন, ‘‘বিষ্ণু এবং সরোজ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষ্ণু আদতে আগরার লোক কিন্তু তিনি ফরিদাবাদের সঞ্জয় এনক্লেভে বর্তমানে থাকতেন। অন্য দিকে, সরোজ ফরিদাবাদেরই পার্বতীয়া কলোনির বাসিন্দা।’’ ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।