একদা বিশ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

0
1

যার রণকৌশলকে হাতিয়ার করে মরণপণ যুদ্ধ চালিয়ে রাশিয়াকে(Russia) কার্যত দুরমুশ করেছিল ইউক্রেন(Ukraine) তাঁকেই এবার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Vlodimir Zelenskyy)। বরখাস্ত করা হল প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভকে(Oleksii Reznikov)। অথচ রাশিয়ার সঙ্গে যুদ্ধের একেবারে শুরু থেকে এই রেজনিকোভই ছিলেন জেলেনস্কির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকোভকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। তাঁর জায়গায় দায়িত্ব নেবেন রুস্তম উমেরোভ। এই বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্য, “আমাদের চিন্তাভাবনায় বদল আনতে হবে।” নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, “আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী পদে নতুন মুখ আনার সিদ্ধান্ত নিয়েছি। ৫৫০ দিনেরও বেশি সময় যুদ্ধের আবহে প্রতিরক্ষামন্ত্রক সামলেছেন ওলেকসি রেজনিকোভ। তাই আমার মনে হয়, এবার চিন্তাভাবনায় বদল আনতে হবে। আমাদের নতুন দিশার প্রয়োজন।”

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে লড়াই চলাকালীন ইউক্রেনের অন্যতম মুখ ছিলেন রেজনিকোভ। জেলেনস্কির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও অজানা নয়। ফলে তাঁর এভাবে পদচ্যুতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে। তবে এই প্রসঙ্গে বিশ্লেষকদের মতে, বিগত দিনে ইউক্রেনে অভ্যন্তরীণ দুর্নীতি তদন্তের জেরেই পদ খোয়াতে হয়েছে রেজনিকোভকে। কোনও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তাঁর সরাসরি যোগ পাওয়া না গেলেও দায়িত্বে থাকায় তাঁর মন্ত্রীত্ব প্রশ্নের মুখে পড়েছে।