সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আকাশের মুখ ভার। রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি (Rain)। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, সোমবার সারাদিনই চলবে মুষলধারে বৃষ্টি। এর জেরে জলমগ্ন হতে পারে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। যার জেরে সোমবার অফিসে কাজে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। এদিকে শনিবার থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বর্ষণ।

এদিকে তীব্র যানজটের জেরে নাকাল হতে পারেন অফিসযাত্রীরা। পাশাপাশি, লাগাতার বৃষ্টিতে জলে ডুবতে পারে শহরের নীচু জায়গাগুলি। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার। পাশাপাশি এদিন সকাল থেকে সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে কলকাতায়। এর জেরে শহরের নীচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে শুধু কলকাতাই নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

অন্যদিকে, বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না। তবে নিম্নচাপের বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে গরম থেকে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।










































































































































