সোমবার নবান্নে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার বাবা, মা। নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা দেখা করবেন তাঁরা। ওই ছাত্রের পরিবারের তরফে আগেই মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সময় দিয়েছেন নবান্ন সূত্রে খবর।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বাংলা বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয় নদিয়ার ওই ছাত্র। হস্টেলে অন্য ছাত্রদের অতিথি হিসাবে থাকতে শুরু করে সে। গত ৯ অগস্ট হস্টেলের এ২ ব্লকের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে যায় সে। পরের দিন ভোরেই তাঁর মৃত্যু হয়।
এদিকে ছেলের মৃত্যুতে সুবিচারের আশায় ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডু। সেকারণেই এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে পুত্রের মৃত্যুর তদন্তের বিষয়ে কথা বলবেন রামপ্রসাদ এবং তাঁর স্ত্রী। দোষীরা যাতে কঠোর শাস্তি পায় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন তাঁরা।