অশান্ত মণিপুরের(Manipur) পরিস্থিতি সামাল দিতে এবার দায়িত্ব দেওয়া হল মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইকের নায়ককে। সীমান্ত পেরিয়ে শত্রু শিবির ধ্বংসকারী অবসরপ্রাপ্ত কর্নেল অমৃত সঞ্জেনবামের(Amrit Sanjenbam) ভরসা রাখল মায়ানমারের(Mayanmar) এন বিরেন সিংয়ের(N Biren Singh) সরকার। আগামী পাঁচ বছরের মেয়াদের জন্য মণিপুর পুলিশ বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট (কমব্যাট) পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে।

গত চার মাস ধরে মেতেই-কুকি জাতিদাঙ্গার ভয়াবহ অবস্থা মণিপুরের। সেখানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২, আহত বহু। এই অবস্থায় মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে বারে বারে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা মুখে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। যার জেরেই পরিস্থিতি সামাল দিতে গত ২৮ আগস্ট মণিপুর স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব একটি আদেশ জারি করে কর্নেল অমৃত সঞ্জেনবামের নিয়োগের কথা ঘোষণা করেন। আদেশে জানানো হয়েছে, ১২ জুন মণিপুর মন্ত্রিসভার এক বৈঠকেই তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, ২১ নম্বর আধাসামরিক বাহিনীর বিশেষ বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অমৃত সঞ্জেনবামের। ২০১৫ সালে মায়ানমারে ভারত যে ধারাবাহিক সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, সেই অভিযানের মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। মায়ানমারের সীমান্তবর্তী মণিপুরের (Manipur) মাটি তাই তাঁর কাছে অপরিচিত নয়। বীরত্বের জন্য তিনি কীর্তি চক্র এবং শৌর্য চক্রও পান। শৌর্য চক্র দেওয়ার সময়, অবসরপ্রাপ্ত কর্নেল অমৃত সঞ্জেনবামের সম্পর্কে সরকার বলেছিল, ‘সবথেকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা রচনায়, অনুকরণীয় বীরত্ব প্রদর্শনে এবং সাহসী পদক্ষেপ নিতে পারদর্শী।’ মণিপুর সামলাতে এবার তাঁর উপরেই ভরসা রাখল সরকার।











































































































































