এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন গ্রুপ পর্বের ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। নেপালকে হারাল ১০ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। ৭৪ রানে অপরাজিত রোহিত। গিল অপরাজিত ৬৭ রানে।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ২৩০ রান করেন নেপাল। নেপালের হয়ে অর্ধশতরান আসিফ শেখ। ৫৮ রান করেন তিনি। ৪৮ রান করেন সম্পাল কামি। ২৯ রান করেন দীপেন্দর সিং। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। তবে এরই মধ্যে নামে বৃষ্টি। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৩ ওভারে ১৪৫ রানের টার্গেট রাখা হয় ভারতের সামনে। সেই টার্গেট সহজেই তুলে নেয় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:আইএসএল-এর আগে ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে