লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে বিতর্কিত ১৬টি ফাইল ডাউনলোড নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, সোমবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইডি সহ কোনও তদন্তকারী সংস্থা তথ্য-প্রমাণ হিসেবে ওই ফাইলগুলি ব্যবহার করতে পারবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমন নির্দেশের পাশাপাশি সরাসরি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কাছ থেকে ওই ১৬টি ফাইলের তথ্য জানতে চেয়েছেন। মঙ্গলবার এ বিষয়ে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ইডি তল্লাশি চালানোর পর ১৬টি রহস্যজনক ফাইল কীভাবে ডাউনলোড হল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে, লালবাজারের তরফে সেই প্রশ্নের উত্তর ইডি আধিকারিকদের
কাছে জানতে চাওয়া হয়েছিল। উত্তরে ইডি জানিয়েছিল, মিথিলেশ কুমার মিশ্র নামে তাঁদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন সংস্থার কম্পিউটার থেকে। সেসময়ই ডাউনলোড হয়ে যায় ফাইলগুলি। এদিন সেই মানলায় আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আগামী বুধবার বিকেল সাড়ে ৪টেএই মামলার পরবর্তী শুনানি।