বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণাবত। রবিবার তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরে আগামী দু থজেকে তিনদিন রাজ্যের বিভিন্ন জেলায় ব্ষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টি সেভাবে হবে না বলেই পূর্বাভাস।
আরও পড়ুনঃ অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে
হাঁসফাস গরমে পর শনিবার বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। সপ্তাহের শেষের এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবারের বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির জেরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলি ছাড়াও দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়ার মত জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই ঘূর্ণাবর্ত এখন শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব বেশি পড়বে ওড়িশায়। সেখানে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং কিংবা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে না বললেই চলে।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৭ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। রবিবার সকাল থেকেই তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আকাশও আংশিক মেঘলা। আজ সারাদিনই দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।