শহরে ফের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ (Police)। সল্টলেকের সিটি সেন্টার ওয়ানের (Salt Lake City Centre) নীচ থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তবে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম চন্দন মন্ডল (Chandan Mondal)। রবিবার দুপুর ১টা নাগাদ সিটি সেন্টারের রয়্যাল বিল্ডিংয়ের চারতলা থেকে নীচে পড়ে যান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃত চন্দনের স্ত্রী জানিয়েছেন, রবিবার সকালে তাঁকে একটি মেসেজ করে স্বামী লেখেন, আর চাপ সহ্য করতে পারছি না। পাশাপাশি ওই মেসেজে সন্তানকে নিয়ে সাবধানে থাকার পরামর্শও স্ত্রীকে দিয়েছিলেন চন্দন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানবশত পড়ে গিয়ে মারা যাননি চন্দন। এটি আত্মহত্যার ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন চন্দন। সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাংশ স্বামীর উপর মানসিক চাপ তৈরি করেছিলেন বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। বিশেষত ওই ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্তা বিষ্ণু মুচ্ছলের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃত ব্যক্তির পরিবার।

রবিবার সকালে সংস্থার অন্য কর্মীদের সঙ্গে চন্দন যে সিটি সেন্টারে যাবেন, তা জানতেন চন্দনের স্ত্রী। চন্দনই তাঁকে ফোন করে সে কথা জানিয়েছিলেন। তারপরই তিনি খবর পান, সিটি সেন্টারের চার তলা থেকে ‘পড়ে গিয়ে’ মৃত্যু হয়েছে স্বামীর।










































































































































