পুজোর আগেই পঞ্চায়েতের সাড়ে সাত হাজার শূন্যপদে নিয়োগ!

0
1

এবার রাজ্যের পঞ্চায়েতের স্ত্রিস্তরে যাবতীয় শূন্যপদ পূরণে উদ্যোগ নিতে চলেছে সরকার। জানা গিয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটি স্তরে প্রায় সাড়ে সাত হাজার শূন্যপদ রয়েছে।

এই পদগুলি দ্রুত পূরণ করতে উদ্যোগী রাজ্য সরকার। মন্ত্রিসভা এবং রাজ্য অর্থ দফতর এই মর্মে সবুজ সংকেত দেওয়ার পরেই শুরু হবে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া। যদিও বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তা স্পষ্ট নয়।জানা গিয়েছে, গ্রাম সহায়ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক ইত্যাদি শূন্যপদে রয়েছে নিয়োগের সম্ভাবনা।পুজোর আগেই এই নিয়ে সদর্থক পদক্ষেপ করা হতে পারে।

জানা যাচ্ছে, নতুন নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। নতুন করে গঠিত হওয়া জেলাস্তরের নির্বাচন কমিটিগুলিতে কোনও জনপ্রতিনিধিও রাখা হয়নি। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইনে জোর দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। আর এই কারণেই তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল।সব ঠিকঠাক চললে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।নিয়োগ নিয়ে বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।