রবিনসনস্ট্রিটের ছায়া চুঁচুড়ায়! মৃ.ত বৌদির প.চাগলা দেহ আগলে ননদ,তদন্তে পুলিশ

0
3

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার চুঁচুড়ায়। দিন চারেক ধরে বৌদির পচা গলা মৃতদেহ আগলে বসে রইল ১৩ বছর বয়সী ননদ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার ধরমপুর মহিষমর্দিনী তলায়।

আরও পড়ুনঃবিশ্বের আরও একটি দেশে ফের রাষ্ট্রপ্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

স্থানীয় সূত্রের খবর, মৃতার নাম দ্বীপ মালা কুমারী। বয়স ৩২। তিনি স্বামী ও নাবালিকা ননদকে নিয়ে মহিষমর্দিনী তলায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক কৃষ্ণকান্ত ঘোষ জানান দীর্ঘ একমাস ধরে ভাড়ায় এসেছিলেন তারা। খুব একটা বাইরে বেরোতেন না। কারোর সাথে মিশতেনও না, এদিন আচমকা ওই ঘর থেকে পচা দুর্গন্ধ বেরোতেই স্থানীয় পুলিশকে খবর দেয় বাড়িওয়ালা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে বৌদির মৃতদেহ আঁকড়ে বসে রয়েছে তাঁর ননদ। সঙ্গে সঙ্গে মৃতদেহটিকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর , জানা গেছে, মৃতা দ্বীপ মালা বিহার বেগুসারাইয়ের বাসিন্দা। স্বামী সনু কুমার সিং ও ১৩ বছর বয়সী ননদের সাথে ভাড়া বাড়িতে থাকতেন মৃত দ্বীপ মালা কুমারী। দিন চারেক আগে মৃত্যু হয় দ্বীপ মালার। তারপর থেকেই বৌদিকে আঁকড়ে বসে রয়েছে তাঁর নাবালিকা ননদ। তবে, সব জেনেশুনেও সনু নাকি আজকেই তালা মেরে গিয়েছিলেন। এরপরই ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন বাড়ির মালিক।
সুত্রের খবর, বেশ কয়েকদিন আগে ওই মহিলার মৃত্যু ঘটেছে। তাহলে আজ যখন সনু দরজায় তালা মারলেন সনু?তাঁর স্ত্রীর মৃত্যুই বা কী কারণে হল? কেনই বা তিনি প্রতিবেশীদের স্ত্রীয়ের মৃত্যুর খবর জানাননি বা দাহ করার কোনও ব্যবস্থা নেন নি? ঘটনায় এইসকল প্রশ্ন নিয়ে রহস্যের দানা বাঁধছে।উত্তর খুঁজতে তদন্ত খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।