সাতসকালে পার্ক স্ট্রিটে স্টিফেন কোর্টের কার্নিশ ভেঙে মাথা ফা*টল পথচারীর!

0
1

রবিবার সাতসকালে পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট ভবনের কার্নিশের একাংশ ভেঙে বিপত্তি।এক পথচারীর মাথায় কার্নিশ ভেঙে পড়ে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন তিনি।ইতিমধ্যেই আহত যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ যোগীরাজ্যে ধর্ষ.ণের পর নৃ.শংসভাবে জ্বা.লিয়ে খু.ন তরুণীকে! রাস্তায় আধপো.ড়া, অর্ধন.গ্ন বাক্সবন্দি দেহ উদ্ধার
ছুটির দিন সকালে ফাঁকাই ছিল ব্যস্ত পার্ক স্ট্রিটের রাস্তা। তবে স্টিফেন কোর্টের কার্নিশের একাংশ ভেঙে পড়ে পথচারীর আহত হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। আপাতত তারা এলাকাটি ঘিরে রেখেছে। ওই ভবনের সামনে দিয়ে যাতে কেউ যাতায়াত না করতে পারেন, তার জন্য পথচারীদের সাবধান করছে পুলিশ।
জখম যুবকের নাম মনোজ, রাসেল স্ট্রিট এলাকার বাসিন্দা তিনি। স্টিফেন কোর্টের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকাই উঁচু কার্নিশের একটি চাঙড় ভেঙে পড়ে। যুবকের মাথায় পড়ে চাঙড়টি। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়েরা উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যুবকের মাথায় কয়েকটি সেলাই পড়েছে বলে খবর।