যে দেশের মহিলারা আজ মহাকাশে পৌঁছে যাচ্ছেন, সেই দেশে বারবার মহিলাদের নগ্ন করে রাস্তার ধারে কিংবা গ্রামের সকলের মাঝে অপমান করা হচ্ছে। ৭৬ বছরের স্বাধীন ভারতবর্ষের এই ছবি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে মণিপুরের(Manipur ) দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ছবি ভিডিও নিয়ে উত্তাল হয়েছিল দেশ। এবার সেই একই ঘটনা রাজস্থানে (Rajasthan) ।আর এই ঘটনা ঘটাল ওই মহিলার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। সেই চরম অমানবিক ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল। আদিবাসী মহিলার সঙ্গে এহেন আচরণের তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী (CM of Rajasthan)।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজস্থানের প্রতাপগড়ের বাসিন্দা ২১ বছর বয়সি এক আদিবাসী মহিলাকে মারধর করে, বিবস্ত্র অবস্থায় গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে তাঁরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর পরকীয়া সন্দেহের জেরেই এমন ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।