জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক, কী তাঁদের পরিচয়

0
7

শিক্ষক দিবসে জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন বাংলার দুই শিক্ষক রামকৃষ্ণ মাইতি (Ramkrishna Maity) ও মঙ্গলপ্রসাদ মাইতি (Mangolprasad Maity)। ২০১৫ সালে দু’জনেই রাজ্যের ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেয়েছিলেন। এবার আসছে জাতীয় সম্মান।

পশ্চিম মেদিনীপুর জেলার দুই শিক্ষক রামকৃষ্ণ ও মঙ্গলপ্রসাদ। নারায়ণগড়ের কুশবসান হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক রামকৃষ্ণ মাইতি। মঙ্গলপ্রসাদ মাইতি পড়ান গড়বেতার সন্ধীপুর পঞ্চায়েতের রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক স্কুলে। শিক্ষক দিবসে দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন তাঁরা। অগাস্টই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে পুরস্কারের কথা তাঁদের জানানো হয়।

জেলা থেকে হাইস্কুলের শিক্ষক হিসাবে একমাত্র রামকৃষ্ণই এই পুরস্কার পাচ্ছেন। তিনি পুরস্কৃত হওয়ায় খুশির হাওয়া স্কুলে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অমর শীলের জানান, “এবার জেলা থেকে ১০ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁদের মধ্যে রামকৃষ্ণ মাইতি পুরস্কার পাচ্ছেন। আমরা গর্বিত।” পাশাপাশি, খুশি মঙ্গলপ্রসাদের গড়বেতার তাঁর স্কুলের পড়ুয়া ও সহকর্মীরা।

পুরস্কারের খবর পেয়ে কী বলছেন দুই শিক্ষক? মঙ্গলপ্রসাদ মাইতি জানিয়েছেন, পুরস্কারের ৫০ হাজার টাকা তিনি দেবেন স্কুলকে। শিক্ষক হিসেবে এ ভাবেই কাজে ব্রতী থাকবেন বলে জানিয়েছেন রামকৃষ্ণ মাইতি।

আরও পড়ুন- হস্টেলের ছাদ থেকে কীভাবে পড়লেন রীতি? বিশাখাপত্তনমে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ রাজ্য পুলিশের