‘জওয়ান’-এর আড়ালে শাহরুখ – সমীর ট.ক্কর?বাদশার চ্যা.লেঞ্জের জবাব ওয়াংখেড়ের

0
2

প্রতীক্ষার আর পাঁচ দিন, তারপর বক্স অফিস কাঁপাতে আসছেন শাহরুখ খান(Shahrukh Khan)। এবার তিনি ‘জওয়ান’ (Jawan)অবতারে বড় পর্দায় ধরা দিতে চলেছেন। ট্রেলারে উন্মাদনা আর ডায়লগ ডেলিভারিতে ‘ওপেন চ্যালেঞ্জ’ বাদশার। “বেটে কো হাত লাগানেসে পেহেলে বাপ সে বাত কর”- ফ্যানেরা বলছেন ছেলের গ্রেফতারির আড়াই বছর পর শাহরুখের সংলাপে ‘বদলা’-র হুংকার। এবার যেন পাল্টা জবাব দিলেন NCB কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)।

বছর দুয়েক আগে মাদক মামলায় বলিউড বাদশার ছেলে আরিয়ানকে (Aryaan Khan) গ্রেফতার করেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে জামিন মিললেও আরিয়ানের গ্রেফতারি নিয়ে বিতর্ক কম হয়নি। সমীর নিজেও নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন। এবার কি শাহরুখের ‘হুমকি’কে নিজের গায়ে মেখে নিলেন? ছবির ট্রেলারে বাদশার মুখের সংলাপ শুনে মুচকি হাসছেন ভক্তরা। পালটা জবাব দিয়েছেন সমীরও। শাহরুখ যেমন কারো নাম উল্লেখ করেননি, NCB কর্তাকেও অনেকটা সেই পথেই হাঁটতে দেখা গেল।তিনি সোশ্যাল মিডিয়ায় নিকোল লায়েন্সের একটি বক্তব্য তুলে লেখেন, “আমি আগুন গিলেছি। ভস্মের মধ্যে নৃত্য করেছি। তোমার থেকে আমি বিন্দুমাত্র ভয় পাই না।” আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে ‘জওয়ান’ মুক্তি পাবে। তারপর এই অলিখিত বাকযুদ্ধ কতদূর এগোয় সেটাই দেখার।