বিশ্বের আরও একটি দেশে ফের রাষ্ট্রপ্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

0
3

বিশ্বের আরও একটি দেশে ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান। এবার সিঙ্গাপুরে। পিপলস অ্যাকশন পার্টির (PAP) প্রাক্তন নেতা থারমান শানমুগারাতনাম সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন (Tharman Shanmugaratnam)। তিনি সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের জায়গায় সিংহাসনে বসবেন থারমান।

দীর্ঘ এক দশক পর শুক্রবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হল। আর এই নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে দেশের শীর্ষ পদে আসীন হলেন থারমান। সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন থারমান। ৬৬ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূত একাধারে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। আগামী ৬ বছর তিনি এই দায়িত্বে থাকবেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে থারমানের সঙ্গে একসঙ্গে কাজ করতে উৎসুক হয়ে রয়েছেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি।

আরও পড়ুন- জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক, কী তাঁদের পরিচয়