কলকাতায় (Kolkata) বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার (College Student)। রিজেন্ট পার্ক থানার (Regent Park Police Station) অন্তর্গত আনন্দপল্লির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বৃষ্টির সময় ছাদে গিয়েছিলেন ওই যুবক। তখন আচমকাই বাজ পড়ে। পরে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। ঘূর্ণাবর্তের জেরে শনিবার বেলা বাড়তেই আকাশের মুখ ভার। যার জেরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝমঝমিয়ে নামে বৃষ্টি। পাশাপাশি বেশ কিছু জায়গায় ঘনঘন বাজ পড়ার খবরও সামনে এসেছে। তার জেরেই রিজেন্ট পার্ক এলাকায় বাজ পড়ে মৃত্যু হল যুবকের। মৃত ছাত্রের নাম কৌশিক কর (Kaushik Kar)। বয়স ২৪ বছর।
কলকাতার এক কলেজে বিবিএ-র ছাত্র ছিল কৌশিক। পরিবারের সূত্রে খবর, শনিবার সকালে জিমে গিয়েছিল কৌশিক। জিম থেকে ফিরে প্রচণ্ড গরমে অস্বস্তি হচ্ছিল তাঁর। আর সেকারণেই বৃষ্টিতে ভিজতে ছাদে যায় সে। তখনই বাজ পড়ে অঘটন ঘটে। তড়িঘড়ি কৌশিককে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। মাত্র বছর চব্বিশের পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
তবে শনিবার শুধু কলকাতাতেই নয়, দক্ষিণ ২৪ পরগণাতেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হতে পারে নিম্নচাপ। সেকারণে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে খবর।