শুক্রবার সন্ধেবেলা হুমকি চিঠি (Threat Letter) পেয়েছিলেন। চিঠিতে লেখা ছিল যাদবপুরকাণ্ডে (Jadavpur University) সৌরভ চৌধুরীর (Sourav Chaudhury) কিছু হলে দেখে নেওয়া হবে। ওই চিঠি পেয়েই প্রচণ্ড ভয় যান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু (Registrar Snehamanju Basu)। পরে শুক্রবার রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেই চিঠি পেয়েই জাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তারপরই গুজব ওঠে রেজিস্ট্রারের পদ থেকে ইস্তফা (Resign) দিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। সূত্রের খবর, উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে ইমেল করে ইস্তফাপত্রও পাঠিয়েছেন তিনি। যদিও সেই ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি বলে খবর। তবে এই গুজব নিজেই উড়িয়ে দিয়েছেন স্নেহমঞ্জু।
তবে এদিন রেজিস্ট্রারের ইস্তফাপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি জানান, শুক্রবার সন্ধেবেলা রেজিস্ট্রার তাঁকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তা দেখেই তিনি রেজিস্ট্রারকে ফোন করেন। সেখানে বুদ্ধদেব সাউ রেজিস্ট্রারের কাছে জানতে চান কেন তিনি ছেড়ে দিতে চাইছেন। এরপরই উপাচার্য সাফ জানান, কোনওভাবেই তাঁর ইস্তফা গ্রহণ করা হবে না। তাঁর বাড়িতে নিরাপত্তা বাড়ানো হবে। তাঁকে বোঝানো হবে। যদি তারপরেও তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন, তবে শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হবে তাঁর ইস্তফাপত্র। স্নেহমঞ্জু বসু, উপচার্যকে জানান হুমকি চিঠি নিয়ে চিন্তিত পরিবারের লোকেরা। তাই নিয়ে ছাড়তে চাইছেন। এরপরই উপাচার্য রেজিস্ট্রারকে ইস্তফা না দেওয়ার জন্য অনুরোধ করেন। এদিকে পদত্যাগ করতে চেয়ে ইস্তফাপত্র পাঠানোর খবর সামনে এলেও তা অস্বীকার করেছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন একটা খুবই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। রোজই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে। এই পরিস্থিতিতে ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। রেজিস্ট্রারের পাশাপাশি যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারও হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ। ওই চিঠিতে লেখা হয়েছে, সৌরভ চৌধুরীর কিছু হলে দেখে নেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় প্রাক্তনী সৌরভকে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।