পাটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার ভোপালে বৈঠকে বসতে চলছে কেন্দ্রের নরেন্দ্র মোদি বিরোধী INDIA জোট! অসমর্থিত সূত্রে খবর, ভোপালে চতুর্থ দফা বৈঠকে বসতে চায় INDIA জোটের নেতৃত্ব। যা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

চলতি বছরের নভেম্বর মাসেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোপালে বিরোধী জোটের মেগা বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। কর্ণাটকের পর এই পাঁচ রাজ্যের ভোটে বিজেপিকে ধরাশায়ী করতে পারলে লোকসভার আগে INDIA জোট অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকবে।

মুম্বইয়ে INDIA জোটের বৈঠকেই ঠিক হয়েছিল এখন থেকেই সর্বভারতীয় পর্যায়ে আন্দোলনমুখী হবে জোটের শরিক দলগুলি। তারই অঙ্গ হিসেবে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে চাপে ফেলতে মহাজোটের চতুর্থ বৈঠকের স্থান হিসেবে ভোপালকেই পছন্দ INDIA জোট শরিকদের।
আরও পড়ুন- ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC’র





































































































































