পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রেই মৃত্যু হল এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া কলেজে (Uttarpara Collage)। রিষড়া ছাই রোড এলাকার বাসিন্দা রাহুল ঠাকুর (Rahul Thakur)। রিষড়া বিধান কলেজের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্র বিজ্ঞান (Political Scicence) বিভাগের ছাত্র রাহুল। শনিবার, তাঁর রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষার সিট (Seat) পড়েছিল উত্তরপাড়া প্যারীমোহন কলেজে। রিষড়া থেকে সকালে উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে আসেন রাহুল। এরপর পরীক্ষা চলাকালীন অসুস্থ বোধ করায় দ্রুত তাঁকে গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপ চক্রবর্তী। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই বিষয়ে সুদীপ চক্রবর্তী বলেন, এদিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা ছিল। আর রিষড়া কলেজের ছাত্র রাহুল ঠাকুর তাঁদের কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন। এরপর পরীক্ষা (Examination) চলাকালীন রাহুল অসুস্থ বোধ করায় কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁকে অধ্যক্ষের গাড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা পরীক্ষা করে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। রাহুল অসুস্থ বোধ করার পর শিক্ষকরা তাঁকে অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি জানান, তাঁর বাইপাস সার্জারি হয়েছে। কিন্তু হঠাৎ কী কারণে মৃত্যু হলো সেটা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। ছাত্র মৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











































































































































