রিয়েল লাইফে অস্ত্রো.পচার সিরিয়ালের ‘পটল কুমারে’র! কী হল অভিনেত্রী হিয়ার?

0
2

একটা সিরিয়ালেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। রাতারাতি নাম বদলে সকলের কাছে জনপ্রিয় হন ‘পটল কুমার’ নামে। সিরিয়াল বা শুটিং থেকে তিনি এখন অনেক দূরে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় (Social media) তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শুক্রবার হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দেন হিয়া (Hiya Dey)। এরপরই কানাঘুষো শুরু হয়ে যায়, কী হল অভিনেত্রীর (Actress )?

টলিপাড়া সূত্রে খবর সম্প্রতি এক জটিল অপারেশন করাতে হয়েছে অভিনেত্রীকে।হিয়ার মা জানান, মেয়ের পেটে প্রায় ১৫ সেন্টিমিটার একটি টিউমার ধরা পড়ে, সঙ্গে আরও সিস্ট থাকায় চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি। সেই টিউমারই অস্ত্রোপচার করে বের করা হয়েছে। অভিনেত্রীর মা জানিয়েছেন যে হিয়ার শরীরে যে ধরনের সমস্যা দেখা গেছিল সেটা সাধারণত হয় না। সেই কারণেই বেশ চিন্তায় ছিলেন ডাক্তাররা। আপাতত তিন মাস বিছানায় থাকতে হবে অষ্টম শ্রেণির ছাত্রী হিয়াকে। ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালের পর ‘ফেলনা’-তে দেখা গেল আপাতত বিনোদন জগত থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।