গুরুতর অসুস্থ টলিউড সুপারস্টার দেব (Dev)। গতকাল ছিল ‘ প্রধান’ (Pradhan) সিনেমার শুটিংয়ের প্রথম দিন। সেইমতো গোটা টিম আপাতত উত্তরবঙ্গে। দুদিন আগেই পৌঁছে যান তারকা সাংসদ। এই সিনেমায় রয়েছে বিধায়ক সোহমও। দীর্ঘ আট বছর আবারও পর্দায় ফিরছে দেব-সোহম জুটি। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সে পৌঁছে যান পরাণ বন্দ্যোপাধ্যায়ও (Paran Banerjee)। আসন্ন ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। ‘ টনিক’ জুটির ম্যাজিক ফেরার অপেক্ষায় ফ্যানেরা। কিন্তু প্রথম দিনের শুটিং শুরু হতেই অসুস্থ দেব। ইনস্টা স্টোরিতে প্রধানের চিত্রনাট্য শেয়ার করে অভিনেতা লিখেছেন, “প্রধান, নো মোর ফিয়ার, কিন্তু শ্যুটের প্রথমদিনেই আমি জ্বরে কাবু”। সন্ধে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগের থেকে অনেকটা সুস্থ হলেও রক্ত পরীক্ষা করিয়েছেন দেব।
প্রিয় তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। সকলেই দেবের সুস্থতা কামনা করছেন। দেব, সোহম, সৌমিতৃষা, পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই সিনেমায় দেখা যাবে, অম্বরীশ ভট্টাচার্য, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, কাঞ্চন মল্লিকদের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । তিনিও কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছবেন বলে খবর। প্রধান সিনেমায় দেবের বিপরীতে মিঠাইরানিকে দেখার জন্য যেমন উদগ্রীব দর্শক, তেমনই সোহমও এই ছবির অন্যতম আকর্ষণ।