পড়শি দেশে ইতিহাস তৈরি করে ফেলল পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Price)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে জ্বালানির দাম বেড়েছে পাকিস্তানে (Pakistan)। আর তারপরই শিরোনামে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি। এমনিতেই আকাশছোঁয়া দামের ছ্যাঁকায় জর্জরিত পাকিস্তানিরা। এবার এক ধাক্কায় ১৪.৯১ টাকা বাড়ানো হল পেট্রোলের দাম। হাই স্পিড ডিজেলের দামও একবারে বেড়েছে ১৮ টাকা ৪৪ পয়সা । তাহলে নতুন দাম অনুসারে পাক মুদ্রায় এক লিটার পেট্রোলের দাম ৩০৫.৩৬ টাকা। অন্যদিকে ৩১১.৮৪ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার ডিজেল।
খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে জুড়েছিল বিদ্যুতের চড়া দাম। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ। সরকারের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এবার তাঁর সঙ্গে জুড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। বর্তমানে কেয়ারটেকার সরকারের অধীনে রয়েছে পাকিস্তান। ডলারের নিরিখে হু হু করে পড়ছে পাক মুদ্রার দাম। পাক অর্থনীতি নিয়ে বাড়ছে চিন্তা, সমস্যায় সাধারণ মানুষ।