‘এক দেশ এক নির্বাচন’ কার্যকরে মরিয়া কেন্দ্রের নয়া কমিটি, জল্পনা তুঙ্গে

0
3

এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধীরা প্রথম থেকেই বিরোধিতা করে আসছে। কিন্তু তাতে কর্ণপাত না করে সেই পথেই এগোচ্ছে দেশ! লোকসভার বিশেষ অধিবেশন ডাকা নিয়ে যখন জলঘোলা চলছে তার মধ্যে কেন্দ্র চাঞ্চল্যকর পদক্ষেপ করল। এক দেশ-এক নির্বাচনের কার্যকারিতা পর্যালোচনার জন্য আলাদা কমিটি গড়ল মোদি সরকার।জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হবে এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা।শুধুমাত্র তাই নয়, এর ফলে কী কী সমস্যা আসতে পারে এবং সেই সমস্যার সমাধান কীভাবে করা সম্ভব,সবদিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কমিটি।

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন চলবে। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে তা নিয়ে কোনও উচ্চবাচ্চা নেই মোদি সরকারের। তবে সূত্রের খবর, ‘এক দেশ এক নির্বাচন’ বিল পেশ করার সম্ভাবনা এবারের অধিবেশনে। এই আবহের মধ্যেই এই কমিটি গঠনের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। সংসদের নতুন ভবনের উদ্বোধনের সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে এই পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। সেই ২০১৪ সাল থেকে বিজেপির ইস্তাহারে আছে ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।যদিও এতদিনে তা কার্যকর করে উঠতে পারেনি কেন্দ্র।এবার কি হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।