লোকসভার আগে বিরোধী নেতানেত্রীদের গ্রে.ফতারের সংখ্যা বাড়বে, আ.শঙ্কাপ্রকাশ খাড়গের

0
2

লোকসভা ভোটের আগে রাজ্যে রাজ্যে INDIA মহাজোট শরিকদের গ্রেফতার আরও বাড়বে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নরেন্দ্র মোদি-অমিত শাহদের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলি অতিসক্রিয় হয়ে বিরোধী দলের নেতাদের জেলে পুরবে। আজ, শুক্রবার মুম্বইয়ে INDIA জোটের তৃতীয় বৈঠকের দ্বিতীয় তথা শেষদিনে এমনই আশঙ্কা প্রকাশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার মুম্বইয়ে বিরোধী দলগুলির তৃতীয় বৈঠকে উদ্বোধনী ভাষণে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, ‘যা খবর পাচ্ছি, বিরোধী নেতাদের অনেককেই নরেন্দ্র মোদির সরকার আগামিদিনে জেলে পুরবে। এই সরকার প্রতিহিংসাপরায়ণ। আপনারা সাবধানে থাকবেন। খাড়্গে বলেন, আগামিদিনগুলিতে বিরোধীদের উপর অনেক হামলা, জুলুমবাজি হবে। আমাদের সাবধান থাকতে হবে।’

খাড়্গের তাঁর বক্তব্যে স্পষ্ট করতে চেয়েছেন, বিরোধী শিবিরের কোনও নেতা-নেত্রীকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করলেও জোটের সব দল যাতে পাশে থাকে। খাড়গে তাঁর ভাষণে বলেন, INDIA জোটকে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। তাই তিনি এই জোটকে কখনও সন্ত্রাসবাদী সংগঠন তো কখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা টেনেছেন।