ডার্বির আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ লাল-হলুদ শীর্ষকর্তার

0
1

ডুরান্ড ফাইনালের আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে যেভাবে রেফারিং হচ্ছে তা নিয়ে খুশি নয় ইস্টবেঙ্গল। এমনকি আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ লাল-হলুদের। আগামী রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মহা ডার্বি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়েন্ট। তবে তার আগে ইস্টবেঙ্গলের অভিযোগ, বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে। এছাড়াও লাল-হলুদের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে টিকিট নিয়েও।

শুক্রবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক ডাকে ইস্টবেঙ্গল। সেখানেই শীর্ষ কর্তা দেবব্রত সরকার নাম না করে মোহনবাগানের বিরুদ্ধে দু’টি ম্যাচে রেফারিদের ত্রুটি নজরে আনেন। দুটি ম‍্যাচের ছবি হাতে নিয়ে দেবব্রত সরকার বলেন ,”প্রতিটি ম্যাচেই একটি দল রেফারিদের তরফে অন্যায্য সুবিধা পাচ্ছে। সেমিফাইনালে সুবিধা পেয়েছে। কোয়ার্টারে মুম্বই সিটি ম্যাচে পেয়েছে। গত বছর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাইনালে একই ঘটনা ঘটেছে। গোয়ার কোচও ম্যাচের পর সেটা বলেছেন।”

দেবব্রত সরকার আরও বলেন, “আগামী ৩ তারিখ ফাইনালে সুন্দর ম্যাচ হোক আমরা এটাই চাই। কোনও ক্লাবই যেন এরকম ভাবে অন্যায্য সুবিধা না পায়। যাঁরা আয়োজক, তাঁদের আবেদন করতে চাই সঠিক ভাবে মূল্যায়ন করার জন্য। জানি না কেন একটি বিশেষ ক্লাবকে এভাবে সুবিধা দেওয়া হচ্ছে। বাকি ক্লাবগুলো তাহলে কেন দল তৈরি করল? মুম্বই দল এখানে অনুশীলন করতে এসেছিল। ওরা বলেছে, আগামী দিনে কলকাতায় খেলতে আসবে কি না সেটা ভাববে। এ রকম পরিস্থিতি কাম্য নয়।”

মোহনবাগানের ফুটবলার রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন তোলে ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানের নাম না করেই ইস্টবেঙ্গল কর্তা রাজা গুহ বলেন, “আমরা প্রতিবাদ করেছিলাম, একটা দল কীভাবে ৩৩ জন রেজিস্ট্রেশন করায় তা নিয়ে। এব্যাপারে কান দেওয়া তো দূরে থাক, আরও একজন ফুটবলরকে রেজিস্ট্রেন করানো হল। কেন এমন হল? আমরা তো আপত্তি করেছিলাম।”

এদিকে টিকিট বন্টন নিয়েও প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব। এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “টিকিট নিয়ে সমস্যা আছে। আমাদের সমর্থকরা টিকিট পাচ্ছে না। আমাদের অনেক কমিটমেন্ট থাকে। আমাদের অল্প সংখ্যক টিকিট দেওয়া হয়। গত ডার্বিতে টিকিট নিইনি। তবে এবার আমরা নিয়েছি। যদিও আমি নিজেই যাচ্ছি না। আমি যদি যাই তবে, অনেকে যারা রোজ ক্লাবের কাজ করে, তারা যেতে পারবেন না। আগামী দিনে ডুরান্ড খেলতে গেলে শর্ত মেনে করতে হবে। তা না হলে আমরা খেলব না।”

আরও পড়ুন:এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কী বললেন কোহলি?