ধরাশায়ী রানাঘাটের ডাকাতদল, পুলিশ দিবসে সংবর্ধিত ASI রতন রায়

0
1

রানাঘাটের দুঃসাহসিক ডাকাতদলকে ধরাশায়ী করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন রানাঘাট থানার (Ranaghat Police Station) এএসআই রতন রায় (Ratan Roy)। প্রায় ৫০০ মিটার ধাওয়া করে চার সশস্ত্র ডাকাতের দিকে গুলি করেন তিনি। দুই ডাকাত সেই আঘাতে জখম হন। পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন আরও এক জন। এখনও পর্যন্ত এই নিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয় কোটি টাকার লুঠের গয়না-সহ নগদ টাকা এবং মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। এহেন অফিসার পুলিশ ডিপার্টমেন্টের গর্ব বটে। তাই পুলিশ দিবস (Police Day)উপলক্ষ্যে তাঁকে সংবর্ধিত করা হল।

জেলা পুলিশ সুপার কে কান্নান জানান, রতনের কাজ গোটা পুলিশ ডিপার্টমেন্টকে গর্বিত করেছে। তাই এই সম্বর্ধনা প্রদান। তিনি বলেন, ” ওঁর এই কাজ অন্যান্য পুলিশ অফিসার এবং কর্মীকে উৎসাহিত করবে।” উচ্ছ্বসিত রতন বলছেন,যে কোন পুরস্কার, “সংবর্ধনা ভাল কাজ করতে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়। সম্মানিত হয়ে ভাল লাগছে।”