চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। এবছর বিশ্বকাপের আয়োজনে রয়েছে একা ভারত। জমকালো ভাবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই সূত্রের খবর। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। আর জানা যাচ্ছে, তার আগেরদিন আহমেদাবাদে ১০ অধিনায়কের উপস্থিতিতে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আহমেদাবাদে ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। এই মোতেরাতেই বিশ্বকাপ ফাইনাল ও ১৯ নভেম্বর বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান হওয়ার কথা। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের হাজির থাকার কথা রয়েছে। বরাবরের মতোই ২৩-এর বিশ্বকাপ উদ্বোধনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে অংশ নিতে পারেন বলিউডের জনপ্রিয় শিল্পীরা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়ক একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন। বিশ্বকাপে অধিনায়কদের পাশাপাশি দাঁড়িয়ে ফটো সেশন করার রেওয়াজ রয়েছে। অধিনায়করা অফিসিয়াল প্রেস ব্রিফিংও করতে পারেন।
আরও পড়ুন:এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের সর্তকবার্তা অশ্বিনের















































































































































