বড় ঘোষণা বিসিসিআইয়ের, বোর্ডের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা

0
3

বৃহস্পতিবার বড়সড় ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩-২০২৮ ক্রিকেট সাইকেলে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা ভায়াকম-১৮। আগামী পাঁচ বছর তারাই টিভি এবং মোবাইলে ভারতের ঘরের মাঠের খেলাগুলি দেখাবে। মুম্বইতে বোর্ডের মিডিয়া স্বত্ত্বের নিলামে অংশ নিয়েছিল সোনি স্পোর্টস, ভায়াকম-১৮ এবং ডিজনি স্টার।

এদিন এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন,” আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচারস্বত্ব পেয়েছে ভায়াকম-১৮। ওদের শুভেচ্ছা জানাই। ছেলে এবং মেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থা। একসঙ্গে আমরা ক্রিকেট ভক্তদের সঙ্গে থাকব।”

সূত্রের খবর, টিভি এবং মোবাইলের জন্য আলাদা ভাবে স্বত্ব কেনার আবেদন জমা দিয়েছিল ভায়াকম-১৮। জানা যাচ্ছে, মোবাইলের জন্য ৩১০১ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ভায়াকম-১৮। আর টিভির জন্য ২৮৬২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। এখন মোবাইলেই দর্শক সংখ্যা বেশি, তাই টাকার প্রস্তাব মোবাইলের জন্যই বেশি ছিল। আইপিএলের মোবাইল সম্প্রচার স্বত্বের জন্য ২৬ হাজার কোটি টাকার বেশি প্রস্তাব দিয়েছিল তারা। চলতি বছর ২২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ শুরু। সেই সিরিজ থেকেই সম্প্রচারের দায়িত্ব ভায়াকম-১৮-এর কাঁধে। এই স্বত্ব থাকবে ৩১ মার্চ ২০২৮ পর্যন্ত।

আরও পড়ুন:ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, রবিবার ফের ডার্বি