পাটনা-বেঙ্গালুরুর পর আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার INDIA জোটের মেগা বৈঠক বসতে চলেছে মুম্বইয়ে। লোকসভা ভোটের আগে এই বৈঠক মোদি বিরোধী ঘুঁটি সাজানোর মঞ্চ হিসেবে। সান্তাক্রুজের পাঁচতারা হোটেলে হবে তৃতীয় বৈঠক। ২৬ থেকে বেড়ে ২৮ দল। পাশাপাশি জোটের লোগো প্রকাশ। কিন্তু উদ্দেশ্য একটাই—ভিত আরও মজবুত করা।
বৈঠকের আগে প্রস্তুতি প্রায় শেষ। জোটের রথী-মহারথীরা আজ বসবেন লোকসভা ভোটের কৌশলে আরও একধাপ এগনোর লক্ষ্যে। শারদ পাওয়ার জানান, ‘এবার মোট ২৮টি দলের ৬৩ জন প্রতিনিধি থাকবেন।’ অতিরিক্ত দু’টি দল কারা? খোলসা না করায় জল্পনা তুঙ্গে উঠেছে। তবে পাওয়ার বলেছেন, ‘যে বা যারা এনসিপি ছেড়ে গিয়েছে, মহারাষ্ট্রের মানুষ তাদের ক্ষমা করবে না।’
INDIA নেতানেত্রীরা বিলক্ষণ জানেন, তাঁরা যদি মোদি সরকারের জনবিরোধী কর্মসূচির বিরুদ্ধে নাওয়া খাওয়া ভুলে নামতে পারেন, বিজেপির মদতদাতা সব টিমই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর সেক্ষেত্রে মানতে হবে বিরোধী জোটের আদি অকৃত্রিম ফর্মুলা—একের বিরুদ্ধে এক। এই রণকৌশলে আজ আরও একধাপ এগবে মহাজোট। আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী? উদ্ধব থ্যাকারে বলেন, ‘INDIA জোটে অনেক যোগ্য মুখ আছে। একটি নির্দিষ্ট নামের পরিবর্তে বিজেপি বরং প্রধানমন্ত্রী পদে আর একটি নাম বলে দেখাক।’