সাতসকালে নাকাশিপাড়ায় চলল গু.লি! মৃ.ত্যু তৃণমূল নেতার, আ.হত আরও ২

0
2

সাতসকালে নাকাশিপাড়ায় শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলকর্মী। গুরুতর আহত আরও ২ জন।ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকায়। মৃতের নাম মাতিয়াজুল দফাদার।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃশাহের দলিত বিরোধিতার জেরেই বিজেপি ত্যাগ: বিস্ফোরক তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী

বুধবার সকালে মাতিয়াজুল দফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী।তাতেই মৃত্যু হয় মাতিয়াজুলের। তাঁর পরিবারের সদস্য গুলমিষা বিবির অভিযোগ, তাঁদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন। বেশ কয়েকদিন ধরেই তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল। আজ সকালে বেশ কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী। তিনি জানান, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁর স্বামী, ছেলে সহ পরিবারের অনান্যদের উপর হামলা চালায়। ঠেকাতে গেলেই দুষ্কৃতীরা বন্দুক দিয়ে গুলি ছুড়তে থাকে, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মাতিয়াজুলের।আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।