এগিয়ে আসতে পারে লোকসভা ভোট, মুম্বইয়েই চূড়ান্ত হতে পারে INDIA জোটের মুখ

0
1

আগামিকাল বৃহস্পতি ও পরশু শুক্রবার মুম্বইতে বসতে চলেছে বিরোধী জোটের তৃতীয় বৈঠক। পাটনা, বেঙ্গালুরুর পর মুম্বইয়ের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি কর্মসূচি রূপায়ণে নেওয়া হতে পারে একগুচ্ছ পদক্ষেপ। এবার INDIA জোটের। বৈঠক খুব তাৎপর্যপূর্ণ, মনে করা হচ্ছে এই বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে বিজেপি বিরোধী জোটের মুখ। মূলত চেয়ারপার্সন এবং কনভেনর বা আহ্বায়ক কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো INDIA জোটের আরও অনেক নেতা মনে করছেন কেন্দ্রের মোদি সরকার ভোট এগিয়ে আনতে পারে। সেক্ষেত্রে এখন থেকেই জোটের মুখকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামতে হবে। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না।

মুম্বইয়ের বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি এবং যৌথ আন্দোলনের বিষয়ে কথা হবে। এখনও পর্যন্ত ঠিক আছে আসন সমঝোতা নিয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হবে। বাস্তব পরিস্থিতি অনুযায়ী আসন বোঝাপড়ার বিষয়ে আঞ্চলিক স্তরে আলোচনা করা হবে। উপর থেকে কিছু চাপিয়ে দেওয়া হবে না। যৌথ আন্দোলনের প্রশ্নেও একই অবস্থান নেবে জোট। অর্থাৎ আঞ্চলিক বাস্তবতা মেনে যৌথ সভা-সমাবেশ হবে। কারণ, পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস ও তৃণমূলের যৌথ সভা সম্ভব নয়, তিন দলই স্পষ্ট করে দিয়েছে। কেরলেও সিপিএম এবং কংগ্রেস বিজেপিকে হারাতে এক মঞ্চে দাঁড়াবে না।

এছাড়া ঠিক হয়েছে ঠিক হয়েছে জোটের সচিবালয় হবে দিল্লিতে। তবে সেটা কোনও রাজনৈতিক দলের অফিস নাকি ভিন্ন কোনও জায়গা এ জন্য বেছে নেওয়া হবে, সেই ব্যাপারেও মুম্বইয়ের বৈঠকে আলোচনা হবে। আরও জানা যাচ্ছে, ‘ভারত জুড়েগা, ইন্ডিয়া জিতেগা’—রাহুল গান্ধীর তৈরি এই স্লোগানকেই ইন্ডিয়া জোটের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হতে পারে।

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের মুখেও নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা ভোটের কথা। দলের একটি কর্মসূচিতে তিনি বলেন, ‘‘বিজেপি ভয় পাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়ে উঠবে। তাই ওরা লোকসভা ভোট এগিয়ে আনতে পারে।’’ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গত ২৮আগস্ট ছাত্র সমাবেশ থেকে এমনই মন্তব্য করেছিলেন।