গায়ক শ্রীকান্ত আচার্যের পরিচালনায় বাংলা গানের আন্তঃবিদ্যালয় বৃন্দ-গায়ন প্রতিযোগিতা!

0
1

বাংলা গানের গভীরতা এই প্রজন্মের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরতে, মাতৃভাষার মধুর উপলব্ধি শিশু-কিশোরদের মধ্যে সঞ্চারিত করার লক্ষ্যে এক দারুন সঙ্গীত সবার আয়োজন করলেন শিল্পী শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya)। তাঁর পরিচালনায় সঙ্গীত প্রতিষ্ঠান ‘আরোহ’র আয়োজনে ও রাজডাঙ্গা ক্লাব (Rajdanga Club) সমন্বয়ের সহযোগিতায়, অর্থাৎ ২৬শে অগাষ্ট সম্পন্ন হল ‘ঐকতান ২০২৩’ শীর্ষক বাংলা গানের আন্তঃবিদ্যালয় বৃন্দ-গায়ন প্রতিযোগিতা (Interschool Music Competition)। সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। শুধু কলকাতায় নয়, শহরতলীর বিভিন্ন স্কুল থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, এমন আয়োজনে খুশি অভিভাবকরাও।

অনলাইন ভিডিও সাবমিশনের মাধ্যমে মোট ২৫টি স্কুল প্রতিযোগিতাটির প্রাথমিক পর্বে অংশগ্রহণ করে।২৬ তারিখ প্রাক-চূড়ান্ত ও চূড়ান্ত পর্বগুলি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট (Kalyan Sen Barat), গায়িকা অন্তরা চৌধুরী(Antara Chowdhury)এবং গায়ক ও সঙ্গীত প্রশিক্ষক রথীজিৎ। প্রাক চূড়ান্ত পর্বে ৯টি স্কুল থেকে মোট ১৬০ জন ছাত্রছাত্রী সঙ্গীত পরিবেশন করেন। তালিকায় ছিল শ্রী শিক্ষায়তন স্কুল, অমৃতা বিদ্যালয়ম, বাঘাযতীন বালিকা বিদ্যালয়, দোলনা ডে স্কুল, বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাইস্কুল, ফিউচার ক্যাম্পাস স্কুল, বিবেকানন্দ মিশন স্কুল, বৈদ্যবাটী চারুশিলা বোস বালিকা বিদ্যালয় এবং নব নালন্দা স্কুল। চূড়ান্ত পর্বে গান সঙ্গীত পরিবেশন করে শ্রী শিক্ষায়তন স্কুল, দোলনা ডে স্কুল, বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাইস্কুল, ফিউচার ক্যাম্পাস স্কুল এবং হুগলির বৈদ্যবাটী চারুশিলা বোস বালিকা বিদ্যালয়। এই বিষয়ে ‘আরোহ’র অধ্যক্ষ শ্রীকান্ত আচার্য ও সম্পাদিকা অর্ণা শীল জানান: “বৃন্দ-গায়নের এই প্রতিযোগিতার উদ্দেশ্য বাংলা গান শোনা ও গাওয়ার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাঁদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতার মধ্যে তা জারিত করা। বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের বাংলাবিমুখ অভ্যাসকে কিছুটা হলেও পরিবর্তন করার প্রয়াসেই আরোহর এই উদ্যোগ। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দোলনা ডে স্কুল, দ্বিতীয় স্থানে বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাইস্কুল, এবং তৃতীয় স্থান লাভ করে ফিউচার ক্যাম্পাস স্কুল।